ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক এমডি

বাংলাদেশের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্ড।

রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আর্থিক খাতে চলমান সংস্থারের প্রশংসা করে তা অব্যাহত রাখার তাগিদ দেন বিশ্বব্যাংক এমডি।

এসময় অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতি সঠিক পথে আছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগবে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাই বিএনপি নেতাদের চশমা পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

এর আগে, রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে প্রথম আনুষ্ঠানিক সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড। তার সঙ্গে রয়েছেন- বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বব্যাংক এমডি

বাংলাদেশের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি

আপডেট সময় : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্ড।

রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আর্থিক খাতে চলমান সংস্থারের প্রশংসা করে তা অব্যাহত রাখার তাগিদ দেন বিশ্বব্যাংক এমডি।

এসময় অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতি সঠিক পথে আছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগবে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাই বিএনপি নেতাদের চশমা পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

এর আগে, রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে প্রথম আনুষ্ঠানিক সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড। তার সঙ্গে রয়েছেন- বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।