বগুড়া-৬ আসনের মনোনয়ন কিনলেন আ.লীগের রিপু
- আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র কিনেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, নির্বাহী সদস্য রাহুল গাজী প্রমুখ।
এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কেননা বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে তিনি আমাকে মনোনীত করেছেন।’
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা শেষে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে সমর্থন দেয়া হয়। সে সময় গণমাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, বিএনপির জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ পদত্যাগ করায় বগুড়া-৬ (সদর) আসনটি শুন্য হয়। আগামী ৫ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচেনর জন্য তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।