বগুড়া জেলা ছাত্রদলের দুই নেতা কারাগারে
- আপডেট সময় : ০৭:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বগুড়া জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ী রোডে নিরিবিলি বোর্ডিংয়ের সামনে ওই দুজনসহ অন্যরা পুলিশের কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কনস্টেবল তৌফিক ও জাকির আহত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল বাছেদ।
এদিকে তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে। ওই সমাবেশ থেকে অবিলম্বে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবি জানানো হয়।