সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
বগুড়া শহরে ট্রাকচাপায় রাফসান মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ৮টায় শহরের নূরানী মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান শহরের বাদুরতলা এলাকার অরুন মিয়ার ছেলে ও সরকারী আজিজুল হক কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, শনিবার রাতে বাড়ীতে ফেরার জন্যনূরানী মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে ৷