ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় কলেজ মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে

জেলা সদরের সরকারি আজিজুল হক কলেজের মাঠ পড়ে থাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।

নিহত যুবকের নাম সুমন কুমার কুন্ড (৪৫)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার বিহিগ্রামের মৃত সুনিল কুমারের ছেলে।

তবে সুমন পরিবারসহ বগুড়া শহরের কালিতলা এলাকায় ভাড়া থাকতেন ও বেসরকারি একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে বিষক্রিয়ার কারণে সুনিলের ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে৷

সুনিলের স্ত্রী চুমকি রানী জানান, বুধবার দুপুর ২ টার দিকে সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। মুঠোফোন ও মানিব্যাগও তিনি বাড়িতে রেখে বেরিয়ে যান৷ এরপর আর তিনি বাড়িতে ফেরেনি।

তিনি আরাও জানান, আবার এক মেয়ে স্কুলে পড়াশোনা করে। কয়েকদিন ধরে সে অসুস্থ। সুনীল একমাস আগে ইন্সুইরেন্স কোম্পানিতে যোগদান করেছেন। আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আমরা সমস্যায় ভুগছি।

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসেন। এ সময় তারা লাশ দেখতে পেয়ে খবর দেয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সুমনের শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে লাশের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার,সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গিয়েছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য কোন পানীয় দ্রব্য থাকতে পারে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় কলেজ মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

জেলা সদরের সরকারি আজিজুল হক কলেজের মাঠ পড়ে থাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।

নিহত যুবকের নাম সুমন কুমার কুন্ড (৪৫)। তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার বিহিগ্রামের মৃত সুনিল কুমারের ছেলে।

তবে সুমন পরিবারসহ বগুড়া শহরের কালিতলা এলাকায় ভাড়া থাকতেন ও বেসরকারি একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে বিষক্রিয়ার কারণে সুনিলের ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে৷

সুনিলের স্ত্রী চুমকি রানী জানান, বুধবার দুপুর ২ টার দিকে সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। মুঠোফোন ও মানিব্যাগও তিনি বাড়িতে রেখে বেরিয়ে যান৷ এরপর আর তিনি বাড়িতে ফেরেনি।

তিনি আরাও জানান, আবার এক মেয়ে স্কুলে পড়াশোনা করে। কয়েকদিন ধরে সে অসুস্থ। সুনীল একমাস আগে ইন্সুইরেন্স কোম্পানিতে যোগদান করেছেন। আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আমরা সমস্যায় ভুগছি।

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসেন। এ সময় তারা লাশ দেখতে পেয়ে খবর দেয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সুমনের শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে লাশের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার,সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গিয়েছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য কোন পানীয় দ্রব্য থাকতে পারে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।