ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অপু, সম্পাদক আজিজুল
- আপডেট সময় : ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বীতায় দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতি এবং দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) সকালে ফুলবাড়ী প্রেসক্লাব ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বীতায় দ্বিতীয় বার নির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করেছেন।
বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল (দৈনিক পত্রালাপ), কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা (দৈনিক মাধুকর), সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ (দৈনিক আজকালের খবর), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশীদ মাস্টার ( দৈনিক আজকের প্রতিভা), পাঠাগার সম্পাদক আনন্দ কুমার গুপ্ত (দৈনিক সকালের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মদ (দৈনিক সময়ের কাগজ), নির্বাচিত ৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন, চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা (দৈনিক আমাদের কন্ঠ), মিজানুর রহমান চৌধুরী (সাপ্তাহিক উত্তর কন্ঠ) ও আব্দুল কাইয়ুম (দৈনিক দেশ মা)।
ফুলবাড়ী প্রেসক্লাব ২০২৩-২৪ বর্ষের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম বলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য ঘোষিত তফশীল অনুযায়ী ১৩ টি পদের বিপরীতে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৩জনই তাদের মনোনয়নপত্র স্ব-স্ব পদে জমা দেন। নির্ধারিত সময়সীমার মধ্যে ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৭ জন ভোটারের মধ্যে আর অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা দেননি। ফলে জমাকৃত ১৩টি পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক ১৩ জনকে নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আটিষ্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.খুরশিদ আলম মতি, উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম, ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ জাতীয় কমিটির আহŸায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ নারায়ণ গুপ্ত, সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্কার্স পাটির সভাপতি মোশারফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হিমেল মন্ডল, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার, সাধারণ সম্পাদ পৌর মেয়র আমজাদ হোসেন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির ,সমকাল সুহৃদ সমাবেশ ফুলবাড়ী শাখার সভাপতি সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ প্রমুখ নেতৃবৃন্দ।