সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির সুসজ্জিত এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন বন্ধের পর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির সুসজ্জিত এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন। কয়েক মাস আগে এই কক্ষের ছাদ ফুটো হয়ে পানি পড়েছিল। সে সময় বিচারকাজ বন্ধ রেখে এজলাস থেকে নেমে গিয়েছিলেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গে ডাকা হয়েছিল গণপূর্তের প্রধান প্রকৌশলীকে। এরপর এজলাস সংস্কার করে সুসজ্জিত করা হয়।
সংস্কারের পর সোমবার (১০ জুন) থেকে পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। বিকেল চারটা থেকে এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন। এখন সবাই আনন্দিত।
প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন।
আজকের বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। পর্যায়ক্রমে সবাই বক্তব্য দেবেন।