সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী আগামী এপ্রিলে জাপান সফরে যেতে পারেন
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
আগামী এপ্রিল মাসে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এসময় তিনি প্রধামন্ত্রী শেখ হাসিনার স্থগিত হওয়া জাপান সফরের বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীকে আগামী মার্চ বা এপ্রিলে তিনি জাপান সফরের আমন্ত্রণ জানান। এসময় এপ্রিলে জাপান সফরের বিষয়ে সম্মতি দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গত বছরের ২৯ নভেম্বর জাপান যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।