প্রধানমন্ত্রীর জনসভার মাদ্রাসা মাঠ তিন ঘন্টা আগেই কানায় কানায় পরিপূর্ণ
- আপডেট সময় : ০৭:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা আজ রোববার। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।
এ উপলক্ষে সকাল ৯টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ)। দুপুর ২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করার কথা আছে। তবে নির্ধারিত সময়ে তিন ঘন্টা আগেই বেলা ১১ টার মধ্যেই পুরো জনসভা মাঠ জনসাধারণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়েছে সভাস্থল।
ভোর থেকেই মিছিল নিয়ে জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। তাদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা রাজশাহী নগরী।
জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল জনসভার সভাপতিত্ব করছেন।