ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রোল বাইকের দিন ফুরাচ্ছে, এই ৫ ব্র্যান্ডের ই-বাইক আসছে

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

খুব শিগগিরই পৃথিবী থেকে বিদায় নিবে পেট্রোল বা অকটেন চালিত মোটরসাইকেল। তার বদলে জায়গা করে নেবে ইলেকট্রিক বাইক। তাই আগেভাগে ইলেকট্রিক বাহনের বিপ্লব টের পেয়েছে খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিতকায় বাজারে আসছে নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতো এক থেকে দুই দশকের মধ্যেই পেট্রোল বাইক এবং স্কুটারকে প্রতিস্থাপন করতে পারে ইলেকট্রিক বাইক এবং স্কুটার। যা নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে একাধিক বড় সংস্থা। তালিকায় রয়েছে রয়েল এনফিল্ড, হিরো মটোকর্প, বাজাজ অটো, হোন্ডা এবং ওলা ইলেকট্রিক। ব্যাটারি চালিত বাইক তৈরি করার জন্য বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো।

আর এক্সহস্ট বা সাইলেন্সার উপভোগ করা যাবে না। থাকবে না কোনও ফুয়েল ট্যাংক বা তেল ভরার ঝক্কি। থাকবে শুধু চার্জিং সকেট। যেখানে প্লাগ ইন করলেই হু হু করে শুরু হয়ে যাবে চার্জ। তারপর কোনও ধোয়া ও আওয়াজ ছাড়াই পৌঁছে যাবেন গন্তব্যে। এই ৫ কোম্পানি আনতে চলেছে ইলেকট্রিক বাইক।

রয়েল এনফিল্ড

অটো এক্সপোতেও ইলেকট্রিক বাইকের একঝলক প্রকাশ করেছে সংস্থা। ভারতে রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইক লঞ্চ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেই তথ্য নিশ্চিত করেছেন খোদ সংস্থার সিইও। এর জন্য আলাদা দফতরও খুলেছে এইচার মোটরস। ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই সমস্ত বাইক।

হিরো মটোকর্প

২০২৫ সালের মধ্যে তিনটে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে হিরো মটোকর্প। শুধু বাইক নয়, বাজারে নতুন ই-স্কুটারও আনতে চলেছে সংস্থা। এই তথ্য নিশ্চিত করেছে হিরো মটোকর্প। মাঝারি রেঞ্জের ব্যাটারি চালিত বাইক নিয়ে হাজির হতে চলেছে সংস্থা। যার জন্য মার্কিন সংস্থা জিরো মোটরসাইকেলের সঙ্গে হাত মিলিয়েছে হিরো মটোকর্প।

হোন্ডা

পেট্রোল বাইকের পর এবার হাই রেঞ্জ ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। বিশ্ব বাজারে ২০৩০ সালের মধ্যে ৩৫ লাখ থেকে ৪০ লাখ ইলেকট্রিক বাইক লঞ্চ করার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা।

ওলা ইলেকট্রিক বাইক

ভারতের ইলেকট্রিক স্কুটির বাজারে ইতিমধ্যে জমি শক্ত করে ফেলেছে ওলা। এবার ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। যা গত বছরই উন্মোচন করেছে সংস্থা। একটা নয়, একাধিক মডেল আনতে চলেছে ওলা। সেই বাইকের ছবি প্রকাশ করেছে ওলা। লঞ্চ হতে পারে ২০২৫ সালে।

টিভিএস

এই মুহূর্তে ভারতে দুইটি ইলেকট্রিক স্কুটি বিক্রি করে টিভিএস। তাই ব্যাটারি চালিত দু চাকা নিয়ে যথেষ্ট দক্ষতা রয়েছে টিভিএস। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আগামীদিনে ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে টিভিএস। চলতি বছর বেশ কিছু নতুন দুই চাকা লঞ্চ করতে পারে টিভিএস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেট্রোল বাইকের দিন ফুরাচ্ছে, এই ৫ ব্র্যান্ডের ই-বাইক আসছে

আপডেট সময় : ০২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

খুব শিগগিরই পৃথিবী থেকে বিদায় নিবে পেট্রোল বা অকটেন চালিত মোটরসাইকেল। তার বদলে জায়গা করে নেবে ইলেকট্রিক বাইক। তাই আগেভাগে ইলেকট্রিক বাহনের বিপ্লব টের পেয়েছে খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিতকায় বাজারে আসছে নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতো এক থেকে দুই দশকের মধ্যেই পেট্রোল বাইক এবং স্কুটারকে প্রতিস্থাপন করতে পারে ইলেকট্রিক বাইক এবং স্কুটার। যা নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে একাধিক বড় সংস্থা। তালিকায় রয়েছে রয়েল এনফিল্ড, হিরো মটোকর্প, বাজাজ অটো, হোন্ডা এবং ওলা ইলেকট্রিক। ব্যাটারি চালিত বাইক তৈরি করার জন্য বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো।

আর এক্সহস্ট বা সাইলেন্সার উপভোগ করা যাবে না। থাকবে না কোনও ফুয়েল ট্যাংক বা তেল ভরার ঝক্কি। থাকবে শুধু চার্জিং সকেট। যেখানে প্লাগ ইন করলেই হু হু করে শুরু হয়ে যাবে চার্জ। তারপর কোনও ধোয়া ও আওয়াজ ছাড়াই পৌঁছে যাবেন গন্তব্যে। এই ৫ কোম্পানি আনতে চলেছে ইলেকট্রিক বাইক।

রয়েল এনফিল্ড

অটো এক্সপোতেও ইলেকট্রিক বাইকের একঝলক প্রকাশ করেছে সংস্থা। ভারতে রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইক লঞ্চ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেই তথ্য নিশ্চিত করেছেন খোদ সংস্থার সিইও। এর জন্য আলাদা দফতরও খুলেছে এইচার মোটরস। ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই সমস্ত বাইক।

হিরো মটোকর্প

২০২৫ সালের মধ্যে তিনটে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে হিরো মটোকর্প। শুধু বাইক নয়, বাজারে নতুন ই-স্কুটারও আনতে চলেছে সংস্থা। এই তথ্য নিশ্চিত করেছে হিরো মটোকর্প। মাঝারি রেঞ্জের ব্যাটারি চালিত বাইক নিয়ে হাজির হতে চলেছে সংস্থা। যার জন্য মার্কিন সংস্থা জিরো মোটরসাইকেলের সঙ্গে হাত মিলিয়েছে হিরো মটোকর্প।

হোন্ডা

পেট্রোল বাইকের পর এবার হাই রেঞ্জ ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। বিশ্ব বাজারে ২০৩০ সালের মধ্যে ৩৫ লাখ থেকে ৪০ লাখ ইলেকট্রিক বাইক লঞ্চ করার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা।

ওলা ইলেকট্রিক বাইক

ভারতের ইলেকট্রিক স্কুটির বাজারে ইতিমধ্যে জমি শক্ত করে ফেলেছে ওলা। এবার ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। যা গত বছরই উন্মোচন করেছে সংস্থা। একটা নয়, একাধিক মডেল আনতে চলেছে ওলা। সেই বাইকের ছবি প্রকাশ করেছে ওলা। লঞ্চ হতে পারে ২০২৫ সালে।

টিভিএস

এই মুহূর্তে ভারতে দুইটি ইলেকট্রিক স্কুটি বিক্রি করে টিভিএস। তাই ব্যাটারি চালিত দু চাকা নিয়ে যথেষ্ট দক্ষতা রয়েছে টিভিএস। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আগামীদিনে ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে টিভিএস। চলতি বছর বেশ কিছু নতুন দুই চাকা লঞ্চ করতে পারে টিভিএস।