পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। পরে ছিনতাই মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় দুই নেতাকে।গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
শাহবাগ থানার এসআই দীপক বালা বলেন, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করলে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, চাঁদপুর থেকে বইমেলায় আসা চার ব্যক্তিকে আটকে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন মোহাইমেনুল ও রাজীব। বাড়িতে যাওয়ার ভাড়ার কথা বললে মোহাইমেনুল ও রাজীব তাদের ৬০০ টাকা ফেরত দিয়ে দেন। পরে সন্দেহ হলে ওই ব্যক্তিরা চিৎকার শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।