ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ দিনে রেমিট্যান্স এল পৌনে ১২ হাজার কোটি টাকা পাকিস্তানে পুলিশ সদর দফতরে জঙ্গি হামলায় ৩ পুলিশ নিহত নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী দুর্গাপুরে অসুস্থতা আর আর্থিক অসচ্ছলতায় মা-মেয়ে বিষপানে আত্মহত্যা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে ৬৬৯ কৌঁসুলি নিয়োগ, তালিকা প্রকাশ রোহিঙ্গা নিয়ে প্রস্তাবে ড. ইউনূসের প্রশংসা জাতিসংঘের বিশেষ প্রতিনিধির গোদাগাড়ীতে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে পুঠিয়ায় সংঘর্ষে গুরুতর আহত ৩ সাগর-রুনি হত্যায় বিগত সরকারের প্রভাবশালী অনেকে জড়িত

পুনঃনির্বাচনের ঘোষণা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনঃনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঘোষণা দিয়েছেন। এছাড়া এ নির্বাচনের জন্য তিনি তার প্রচারাভিযান শুরু করেছেন। তার প্রচারণার ভিডিও অনুসারে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখা যাবে। তিনি ডেমোক্র্যাটিক দলের হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার বাইডেনের এ ঘোষণাটি তার প্রথম সফল প্রেসিডেন্ট নির্বাচনের চতুর্থ বার্ষিকীতে এসেছে। ২০১৯ সালের ২৫ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থক বলেছেন যে তারা আগামী বছরের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৮০ বছর বয়সী বাইডেনকে সমর্থন করবেন।

তবে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক দলের এ প্রেসিডেন্ট (বাইডেন) এখন পর্যন্ত তার মেয়াদে বেশ কিছু ক্ষেত্রে অজনপ্রিয় বলে তকমা পেয়েছেন। যেমন: তার বয়স অনেক বেশি হওয়ায় – তার পুনর্নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন উঠেছিল। বর্তমানে বাইডেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে (প্রেসিডেন্ট) অধিষ্ঠিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

এরপর তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করবেন, তখন তার বয়স হবে ৮৬ বছর। তবে তার ইতিবাচক দিক হচ্ছে, তিনি নির্বিঘ্নে তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদ শেষ করেছেন। এছাড়া মার্কিন রাজনীতিতে তার প্রায় ৫০ বছরের অভিজ্ঞতা আছে। এ বিষয়টিই তার অতিরিক্ত বয়স নিয়ে গড়ে ওঠা উত্কণ্ঠাকে কমিয়ে দিয়েছে।

কারণ, জনগণ তাদের ভোট দেওয়ার সময় বাইডেনের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবেন, তার বয়স নিয়ে খুব বেশি ভাববেন না।

এছাড়া ডেমোক্র্যাটিক দলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের জয়ের পথ অনেকটাই মসৃণ। কারণ, দলটিতে কোনো গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী নেই তার।

২০২৪ সালের নির্বাচনী বার্তায় ডেমোক্র্যাটদের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও উৎপাদন, মধ্যবিত্তের পুনর্গঠন এবং ভালো বেতনের চাকরি।

মঙ্গলবার বাইডেনের অর্থনীতি বিষয়ক একটি বৈঠক রয়েছে। এছাড়া সন্ধ্যায় ফার্স্ট লেডিকে নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে কোরিয়ান যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। তবে বাইডেনের সঙ্গে তাদের পেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। যদিও তার প্রার্থীতা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই অসন্তোষ রয়েছে।

সূত্র: এএফপি, আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুনঃনির্বাচনের ঘোষণা দিলেন বাইডেন

আপডেট সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনঃনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঘোষণা দিয়েছেন। এছাড়া এ নির্বাচনের জন্য তিনি তার প্রচারাভিযান শুরু করেছেন। তার প্রচারণার ভিডিও অনুসারে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখা যাবে। তিনি ডেমোক্র্যাটিক দলের হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার বাইডেনের এ ঘোষণাটি তার প্রথম সফল প্রেসিডেন্ট নির্বাচনের চতুর্থ বার্ষিকীতে এসেছে। ২০১৯ সালের ২৫ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থক বলেছেন যে তারা আগামী বছরের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৮০ বছর বয়সী বাইডেনকে সমর্থন করবেন।

তবে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক দলের এ প্রেসিডেন্ট (বাইডেন) এখন পর্যন্ত তার মেয়াদে বেশ কিছু ক্ষেত্রে অজনপ্রিয় বলে তকমা পেয়েছেন। যেমন: তার বয়স অনেক বেশি হওয়ায় – তার পুনর্নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন উঠেছিল। বর্তমানে বাইডেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে (প্রেসিডেন্ট) অধিষ্ঠিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

এরপর তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করবেন, তখন তার বয়স হবে ৮৬ বছর। তবে তার ইতিবাচক দিক হচ্ছে, তিনি নির্বিঘ্নে তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদ শেষ করেছেন। এছাড়া মার্কিন রাজনীতিতে তার প্রায় ৫০ বছরের অভিজ্ঞতা আছে। এ বিষয়টিই তার অতিরিক্ত বয়স নিয়ে গড়ে ওঠা উত্কণ্ঠাকে কমিয়ে দিয়েছে।

কারণ, জনগণ তাদের ভোট দেওয়ার সময় বাইডেনের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবেন, তার বয়স নিয়ে খুব বেশি ভাববেন না।

এছাড়া ডেমোক্র্যাটিক দলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের জয়ের পথ অনেকটাই মসৃণ। কারণ, দলটিতে কোনো গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী নেই তার।

২০২৪ সালের নির্বাচনী বার্তায় ডেমোক্র্যাটদের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও উৎপাদন, মধ্যবিত্তের পুনর্গঠন এবং ভালো বেতনের চাকরি।

মঙ্গলবার বাইডেনের অর্থনীতি বিষয়ক একটি বৈঠক রয়েছে। এছাড়া সন্ধ্যায় ফার্স্ট লেডিকে নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে কোরিয়ান যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। তবে বাইডেনের সঙ্গে তাদের পেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। যদিও তার প্রার্থীতা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই অসন্তোষ রয়েছে।

সূত্র: এএফপি, আল-জাজিরা