পুতিনের বাড়িতে ড্রোন হামলা

- আপডেট সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সময় মঙ্গলবার ওই হামলা চালানো হয় দাবি করে এর জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।
রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ বলছে, হামলার ঘটনাটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। রাশিয়া এর প্রতিশোধ নেয়ার অধিকার রাখে।বিজয় দিবসকে সামনে রেখে এই ঘটনাকে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করছে।
ক্রেমলিন বলেছে, কথিত হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। পুতিন বুধবার দিনটি মস্কোর বাইরে নভো-ওগোরিওভোর বাসভবনে কাটাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ক্রেমলিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। দ্বিতীয় একটি ভিডিওতে ক্রেমলিনের ভেতরে একটি ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়।