ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় পাউরুটি কামোড় দিতেই বেড়িয়ে এলো বিড়ির মোথা!

পুঠিয়া প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় চা স্টল থেকে একটি পাউরুটি কিনেন সাবেক সেনাসদস্য। এরপর ওই পাউরুটি কামোড় দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো বিড়ির মোথা। আর এ ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাসদস্যর নাম আবদুস সোবহান। তিনি উপজেলা সদরের বাসিন্দা।

বুধবার ১১ জানুয়ারী সকালে উপজেলা সদর এলাকার একটি চা-স্টলে এ ঘটনা ঘটে।

চা স্টল মালিক সনজিত হলদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বেলাল নামের একজন সেলসম্যানের নিকট থেকে প্রতিদিন বিস্কুট পাউরুটি ক্রয় করি। পাউরুটিগুলো পুঠিয়া নিউ একতা বিস্কুট ফ্যাক্টরি থেকে তৈরি হয়। তিনি বলেন, সকালে সোবহান নামের এক ব্যক্তি পাউরুটি কিনে প্যাকেট খুলে কামোড় দিতেই বেড়িয়ে এলো বিড়ির মোথা। পরে বিষয়টি সেলসম্যান বেলালকে জানানো হয়েছে।

পাউরুটি ক্রেতা ও সাবেক সেনাসদস্য আবদুস সোবহান বলেন, ঘটনাটি সত্য। সেই সাথে ওই ছবি তুলে রেখেছি। এখন ইউএনও স্যারকে অবহিত করা হবে। এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টরের সঙ্গে মুদিখানা,মিষ্টির দোকানসহ শতাধিক দোকানদারদের সঙ্গে মাসিক চুক্তি রয়েছে। শুধুমাত্র চুক্তির কারণে,খাদ্য সামগ্রীর কোনোদিন জরিমানা করা হয় না।

এ ব্যাপারে ফ্যাক্টরি মালিক মনির হোসেন বলেন, কারখানায় অনেক শ্রমিক কাজ করেন। ভুল হতেই পারে। তবে আপনারা জানালেন এখন থেকে আমরা সতর্ক থাকব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় পাউরুটি কামোড় দিতেই বেড়িয়ে এলো বিড়ির মোথা!

আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় চা স্টল থেকে একটি পাউরুটি কিনেন সাবেক সেনাসদস্য। এরপর ওই পাউরুটি কামোড় দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো বিড়ির মোথা। আর এ ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাসদস্যর নাম আবদুস সোবহান। তিনি উপজেলা সদরের বাসিন্দা।

বুধবার ১১ জানুয়ারী সকালে উপজেলা সদর এলাকার একটি চা-স্টলে এ ঘটনা ঘটে।

চা স্টল মালিক সনজিত হলদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বেলাল নামের একজন সেলসম্যানের নিকট থেকে প্রতিদিন বিস্কুট পাউরুটি ক্রয় করি। পাউরুটিগুলো পুঠিয়া নিউ একতা বিস্কুট ফ্যাক্টরি থেকে তৈরি হয়। তিনি বলেন, সকালে সোবহান নামের এক ব্যক্তি পাউরুটি কিনে প্যাকেট খুলে কামোড় দিতেই বেড়িয়ে এলো বিড়ির মোথা। পরে বিষয়টি সেলসম্যান বেলালকে জানানো হয়েছে।

পাউরুটি ক্রেতা ও সাবেক সেনাসদস্য আবদুস সোবহান বলেন, ঘটনাটি সত্য। সেই সাথে ওই ছবি তুলে রেখেছি। এখন ইউএনও স্যারকে অবহিত করা হবে। এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টরের সঙ্গে মুদিখানা,মিষ্টির দোকানসহ শতাধিক দোকানদারদের সঙ্গে মাসিক চুক্তি রয়েছে। শুধুমাত্র চুক্তির কারণে,খাদ্য সামগ্রীর কোনোদিন জরিমানা করা হয় না।

এ ব্যাপারে ফ্যাক্টরি মালিক মনির হোসেন বলেন, কারখানায় অনেক শ্রমিক কাজ করেন। ভুল হতেই পারে। তবে আপনারা জানালেন এখন থেকে আমরা সতর্ক থাকব।