ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিটিআই নিষিদ্ধ হলে যে পদক্ষেপ নেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের শাসক গোষ্ঠী যদি পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলকে নিষিদ্ধ করে তবে নতুন এক পদক্ষেপ নেওয়া ঘোষণা দিয়েছেন ইমরান খান। তিনি জানিয়েছেন, যদি তার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন দল প্রতিষ্ঠা করবেন। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার নতুন দলও নির্বাচনে বিজয়ী হবে।

পাকিস্তানে পিটিআইকে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা এসব উড়ো কথা কথা নিয়ে ‘নিক্কেই এশিয়া’-এর সঙ্গে কথা বলেছেন ইমরান খান।

তিনি এমন একটা সময় এ সাক্ষাৎকার দেন যখন পাকিস্তানের রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে। বিভিন্ন সংকটে বিপর্যস্ত এ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পদত্যাগের বিষয়ে আগাম ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

এখন দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন আসন্ন। অথচ ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান ও তার দলের জন্য একটি অস্পষ্ট ভবিষ্যৎ অপেক্ষা করছে। মে মাসে তাকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়, তার দায়ে তার দল এখন নিষিদ্ধ হওয়ার হুমকিতে আছে।

শাহবাজ শরিফ পদত্যাগের বিষয়ে ঘোষণা দেওয়ার আগে ইমরান খান বলেছেন, ‘তারা (পাকিস্তানের শাসক গোষ্ঠী) যদি আমার দলকে নিষিদ্ধ করে, তবে নতুন নামে একটি দল গঠন করব। আমার ওই দলও নির্বাচনে জয়ী হবে।’ ওই সাক্ষাৎকারের সময় তিনি তার বিরুদ্ধে আনীত ১০০টিরও বেশি আইনি অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। দুর্নীতি ও উগ্রবাদ ইস্যুতে এসব মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল।

তিনি আরও বলেন, যদি তারা আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে এবং জেলে দেয়, তবুও আমার দল জিতবে।

ইমরান খান মনে করেন, তিনি ও তার রাজনৈতিক দল বিভিন্ন বাধার সম্মুখীন হলেও নির্বাচনে তারা জয়ের মুখ দেখবেন।

সূত্র : নিক্কেই এশিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিটিআই নিষিদ্ধ হলে যে পদক্ষেপ নেবেন ইমরান খান

আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

পাকিস্তানের শাসক গোষ্ঠী যদি পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলকে নিষিদ্ধ করে তবে নতুন এক পদক্ষেপ নেওয়া ঘোষণা দিয়েছেন ইমরান খান। তিনি জানিয়েছেন, যদি তার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন দল প্রতিষ্ঠা করবেন। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার নতুন দলও নির্বাচনে বিজয়ী হবে।

পাকিস্তানে পিটিআইকে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা এসব উড়ো কথা কথা নিয়ে ‘নিক্কেই এশিয়া’-এর সঙ্গে কথা বলেছেন ইমরান খান।

তিনি এমন একটা সময় এ সাক্ষাৎকার দেন যখন পাকিস্তানের রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে। বিভিন্ন সংকটে বিপর্যস্ত এ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পদত্যাগের বিষয়ে আগাম ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

এখন দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন আসন্ন। অথচ ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান ও তার দলের জন্য একটি অস্পষ্ট ভবিষ্যৎ অপেক্ষা করছে। মে মাসে তাকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়, তার দায়ে তার দল এখন নিষিদ্ধ হওয়ার হুমকিতে আছে।

শাহবাজ শরিফ পদত্যাগের বিষয়ে ঘোষণা দেওয়ার আগে ইমরান খান বলেছেন, ‘তারা (পাকিস্তানের শাসক গোষ্ঠী) যদি আমার দলকে নিষিদ্ধ করে, তবে নতুন নামে একটি দল গঠন করব। আমার ওই দলও নির্বাচনে জয়ী হবে।’ ওই সাক্ষাৎকারের সময় তিনি তার বিরুদ্ধে আনীত ১০০টিরও বেশি আইনি অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। দুর্নীতি ও উগ্রবাদ ইস্যুতে এসব মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল।

তিনি আরও বলেন, যদি তারা আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে এবং জেলে দেয়, তবুও আমার দল জিতবে।

ইমরান খান মনে করেন, তিনি ও তার রাজনৈতিক দল বিভিন্ন বাধার সম্মুখীন হলেও নির্বাচনে তারা জয়ের মুখ দেখবেন।

সূত্র : নিক্কেই এশিয়া