ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পাল্টা-পাল্টি শান্তি সমাবেশকে ঘিরে বরিশালজুড়ে উত্তেজনা

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন দাবিতে বরিশালে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

বিভাগীয় এই ‘তারুণ্যের সমাবেশ’ এর আয়োজন করেছেন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৪ জুন) দুপুর ৩টায় পর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। কেউ কেউ এসেছেন সড়কপথে আবার কেউ কেউ নদীপথে এসেছেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আসা ছাত্রদলের বেশ করেকজন নেতারা জানান, তারুণ্যের সমাবেশে অংশ নিতে আমরা বোরহানউদ্দিন থেকে উপজেলা ও পৌরসভা কমিটির অধিনে সকল কমিটির নেতাকর্মীরা কেউ নদীপথে বরিশালে এসেছি। ইনশাআল্লাহ আমাদের আজকের সমাবেশ সফল হবে।

সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গত দুই দিন আগে থেকেই ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের আশপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান নিতে শুরু করেছেন।

অন্যদিকে আয়োজকদদের দাবী আজকের তারুণ্যের সমাবেশে ২ লক্ষাধিক তরুণ ভোটার জমায়েতের টার্গেট রয়েছে তাদের।

এদিকে তারুণ্যের সমাবেশেকে কেন্দ্র করে যেকোন ধরনের অরাজকতা ঠেকাতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহপন্থি জেলা যুবলীগ নগর ভবনের সামনে ও নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী মহানগর যুবলীগ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৃথক শান্তি সমাবেশ ডেকেছে। বঙ্গবন্ধু উদ্যান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, স্মরণকালে বড় সমাবেশ করা হবে। এই জন্য ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যুবলীগ একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে উস্কানির অপচেষ্টা করছে। আমাদের সমাবেশ স্থল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই সমাবেশ করে আমাদের ভয় দেখানো হচ্ছে।

মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক, বিসিসির নব-নির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার বলেন, তারুণ্যের সমাবেশের নামে বিএনপি যাতে নগরীতে কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য শান্তি সমাবেশ করবো। সদর রোড সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তবে যেকোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাল্টা-পাল্টি শান্তি সমাবেশকে ঘিরে বরিশালজুড়ে উত্তেজনা

আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন দাবিতে বরিশালে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

বিভাগীয় এই ‘তারুণ্যের সমাবেশ’ এর আয়োজন করেছেন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৪ জুন) দুপুর ৩টায় পর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। কেউ কেউ এসেছেন সড়কপথে আবার কেউ কেউ নদীপথে এসেছেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আসা ছাত্রদলের বেশ করেকজন নেতারা জানান, তারুণ্যের সমাবেশে অংশ নিতে আমরা বোরহানউদ্দিন থেকে উপজেলা ও পৌরসভা কমিটির অধিনে সকল কমিটির নেতাকর্মীরা কেউ নদীপথে বরিশালে এসেছি। ইনশাআল্লাহ আমাদের আজকের সমাবেশ সফল হবে।

সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গত দুই দিন আগে থেকেই ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের আশপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান নিতে শুরু করেছেন।

অন্যদিকে আয়োজকদদের দাবী আজকের তারুণ্যের সমাবেশে ২ লক্ষাধিক তরুণ ভোটার জমায়েতের টার্গেট রয়েছে তাদের।

এদিকে তারুণ্যের সমাবেশেকে কেন্দ্র করে যেকোন ধরনের অরাজকতা ঠেকাতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহপন্থি জেলা যুবলীগ নগর ভবনের সামনে ও নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী মহানগর যুবলীগ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৃথক শান্তি সমাবেশ ডেকেছে। বঙ্গবন্ধু উদ্যান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, স্মরণকালে বড় সমাবেশ করা হবে। এই জন্য ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যুবলীগ একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে উস্কানির অপচেষ্টা করছে। আমাদের সমাবেশ স্থল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই সমাবেশ করে আমাদের ভয় দেখানো হচ্ছে।

মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক, বিসিসির নব-নির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার বলেন, তারুণ্যের সমাবেশের নামে বিএনপি যাতে নগরীতে কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য শান্তি সমাবেশ করবো। সদর রোড সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তবে যেকোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার।