পাবনায় তাপমাত্রা ৪৩ ডিগ্রীও ছাড়িয়ে গেলো
- আপডেট সময় : ১১:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাবনার তাপমাত্রা। আগের দিনের রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপদাহ। অপরদিকে, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার জনজীবন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন বাতাসের আদ্রর্তা রেকর্ড করা হয় ১৫ শতাংশ।
এর আগে সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন বাতাসের আদ্রর্তা ছিলো ১২ শতাংশ।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে জেলায় অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।