পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ
- আপডেট সময় : ১১:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম জিওটিভি ও দ্য নেশন।
পাকিস্তানের নির্বাচন কমিশন আজই দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যম দুটি।
কেন্দ্র ও প্রাদেশিক সরকার গঠনের পরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন সূত্র জানাচ্ছে, আসিফ আলী জারদারিই হতে যাচ্ছে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।
শাহবাজ শরিফের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট ও শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী করার বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, পাকিস্তানের সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুসারে, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট ১০১টি আসনে জয়ী হয়েছেন। এর মধ্যে ৯৩টি আসনেই জয় পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থিরা- যা এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৪ আসনের সহজ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেনি।
আসন সংখ্যার দিকে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পর দ্বিতীয় অবস্থানে আছে নওয়াজ শরিফের দল। তার দল ৭৫টি আসন পেয়েছে।
এর পরের অবস্থানে থাকা বিলাওয়াল ভুট্টোর দল পেয়েছে ৫৪টি আসন।