সংবাদ শিরোনাম ::
পল্টনে জুমার নামাজের পর ধাওয়া-পাল্টা ধাওয়া
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর একটি ধর্মীয় সংগঠন মিছিল বের করলে পুলিশের সঙ্গে এর কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সকল নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার দাবিতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের ডিসি হাইয়াতুল ইসলাম খান জানান, অভিযান এখনও চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।