পরবর্তী শুনানি কবে, অভিযুক্ত হলে কী হবে ট্রাম্পের?
- আপডেট সময় : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
একাধিক অভিযোগে আটক করা হয় ও আদালতের শুনানিতে হাজির করা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আদলত শুনানি শেষে তাকে জামিন দেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এই মামলায় অভিযুক্ত হলে কী হবে ট্রাম্পের?
আদালতে ঢোকার পর সোমবার পুলিশ প্রথমে তাকে নিয়মমতো গ্রেফতার করা হয় এবং পরে ছেড়ে দেয়া হয়। এরপর একটি একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৪টি অভিযোগ আনা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন।
আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ আগস্ট। ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে, তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে ট্রাম্পের ক্ষেত্রে বড়জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে।
অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প ভোটে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন।
ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন ফৌজদারি অভিযোগ আনা হলো।
ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময় ক্ষতি হতে পারে, এমন তথ্য লুকাতে তিনি নকল কাগজপত্র তৈরি করেছেন।
আদালত থেকে ফ্লোরিডায় ফিরে যাওয়ার পর মার-এ লাগোর বাড়িতে ফিরে গিয়ে ট্রাম্প অভিযোগ করেন, এসব মামলার মানে হচ্ছে পুরো জাতিকে অপমান করা।
সূত্র: ডয়চে ভেলে