ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র কাবার মেঝে পরিষ্কার করে প্রশংসিত রিজওয়ান

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৬০ বার পড়া হয়েছে

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বর্তমানে সেরা ব্যাটারদের একজন। মাঠের খেলায় তাঁর পাফরম্যান্স সবসময়ই ভালো। সেই সাথে ইসলাম ধর্মের প্রতি তাঁর অনুরাগের কারণেও বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন। বর্তমানে পবিত্র হজ পালনের জন্য মক্কা শরীফে অবস্থান করছেন তিনি। আর এবার পবিত্র কাবার মেঝে পরিষ্কার করে আবারও প্রশংসিত হয়েছেন তিনি।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে রিজওয়ান ছাড়াও এবার হজ পালন করতে গিয়েছেন বাবর আজম,ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রিজওয়ান পবিত্র মক্কা শরিফের মেঝে পরিষ্কার করছেন। এদিকে নিজেদের প্রিয় ক্রিকেটারের এমন কাজের প্রশংসা করেছে তাঁর ভক্ত-সমর্থকরা।

এর আগেও ইসলামের প্রতি রিজওয়ানের এমন অনুরাগের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। কিছুদিন আগেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সেখানকার প্রফেসরকে পবিত্র কোরআন মাজীদ উপহার দিয়েছিলেন তিনি।

হার্ভার্ডে প্রোগ্রামের শেষ দিনে রিজওয়ান তার প্রফেসরকে পবিত্র কুরআন উপহার হিসেবে দিয়েছেন। সেখানকার বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের শিক্ষককে উপহার দেয়ার মাধ্যমে রিজওয়ান সেখানে পড়ার সুযোগ দেয়ার কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইসলামের প্রতি তার আনুগত্যের প্রমাণ দিয়েছেন বলেও মনে করছেন অনেকে।

এর আগে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে ক্রাইস্টচার্চের এক মসজিদে জুমার দিনে বয়ান করেছিলেন তিনি। সে বয়ানে রিজও্যান বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেওয়া। সেই সাথে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে। এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত। এক পর্যায়ে সৃষ্টিকর্তার অসীম রহমতের কথাও মনে করিয়ে দিয়েছেন মসজিদে বসে থাকা মুসল্লিদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবিত্র কাবার মেঝে পরিষ্কার করে প্রশংসিত রিজওয়ান

আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বর্তমানে সেরা ব্যাটারদের একজন। মাঠের খেলায় তাঁর পাফরম্যান্স সবসময়ই ভালো। সেই সাথে ইসলাম ধর্মের প্রতি তাঁর অনুরাগের কারণেও বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন। বর্তমানে পবিত্র হজ পালনের জন্য মক্কা শরীফে অবস্থান করছেন তিনি। আর এবার পবিত্র কাবার মেঝে পরিষ্কার করে আবারও প্রশংসিত হয়েছেন তিনি।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে রিজওয়ান ছাড়াও এবার হজ পালন করতে গিয়েছেন বাবর আজম,ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রিজওয়ান পবিত্র মক্কা শরিফের মেঝে পরিষ্কার করছেন। এদিকে নিজেদের প্রিয় ক্রিকেটারের এমন কাজের প্রশংসা করেছে তাঁর ভক্ত-সমর্থকরা।

এর আগেও ইসলামের প্রতি রিজওয়ানের এমন অনুরাগের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। কিছুদিন আগেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সেখানকার প্রফেসরকে পবিত্র কোরআন মাজীদ উপহার দিয়েছিলেন তিনি।

হার্ভার্ডে প্রোগ্রামের শেষ দিনে রিজওয়ান তার প্রফেসরকে পবিত্র কুরআন উপহার হিসেবে দিয়েছেন। সেখানকার বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের শিক্ষককে উপহার দেয়ার মাধ্যমে রিজওয়ান সেখানে পড়ার সুযোগ দেয়ার কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইসলামের প্রতি তার আনুগত্যের প্রমাণ দিয়েছেন বলেও মনে করছেন অনেকে।

এর আগে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে ক্রাইস্টচার্চের এক মসজিদে জুমার দিনে বয়ান করেছিলেন তিনি। সে বয়ানে রিজও্যান বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেওয়া। সেই সাথে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে। এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত। এক পর্যায়ে সৃষ্টিকর্তার অসীম রহমতের কথাও মনে করিয়ে দিয়েছেন মসজিদে বসে থাকা মুসল্লিদের।