সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতুই নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছে: প্রধানমন্ত্রী
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর গণপরিবহনে নতুন মাত্রা মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও বাধা এসেছিল।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।
মেট্রোরেল যত্নের সঙ্গে ব্যবহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল। প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেন তিনি।
সরকার প্রধান বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।
বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে।