সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ
- আপডেট সময় : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান (৪২) আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জাসিন্ডা নিজে এই ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি হবে প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডার শেষ কর্মদিবস। এরপর লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। পরবর্তী নির্বাচনের মাধ্যমে নতুন কেউ তার স্থলাভিষিক্ত হবেন।
জাসিন্ডার মতে, গত প্রায় ছয় বছরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সর্বোচ্চটা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি এখন মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে তার আর থাকার প্রয়োজন নেই। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।