পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রা: পুলিশের লাঠিচার্জে ২৫ নেতাকর্মী আহত

- আপডেট সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রায় ধাওয়া ও লাঠিচার্জ করে ব্যানার ফেস্টুন কেড়ে নেয় পুলিশ। পরে কলেজ রোডে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সক্ষিপ্ত সমাবেশ হয়।বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়ার মুক্তি ও নেতা কর্মীদের ওপর হামলা, মামলা, তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধে পদযাত্রার আহবান করে পটুয়াখালী জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া ও লাঠিচার্জ করে নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, শহরের পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এ পদক্ষেপ নেয়।
এদিকে বিএনপি’র কর্মসূচি উপলক্ষে শহরে মোটরসাইকেল টহল দিয়ে সতর্ক অবস্থান নেয় পটুয়াখালী জেলা ছাত্রলীগ।