ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। একটি করে গোল শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার (জুনিয়র) ও উন্নতি খাতুনের।

বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলটি ৪১ মিনিটে করেন শাহিদা আক্তার। মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে তিনি আরেকটু এগিয়ে যান। নেপালের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান কক্সবাজারের মেসি হিসেবে পরিচিত বাংলাদেশের এই মেয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গোলাম রব্বানী ছোটনের দল।

রাউন্ড রবিন লিগের দেখায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল মেয়েরা; শেষটাও করল তাদেরকে আবারও হতাশায় ডুবিয়ে।

গত বছর সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার সেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো হওয়া অনূর্ধ্ব-২০ বয়সীদের আসরেও বাজিমাত করল মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। একটি করে গোল শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার (জুনিয়র) ও উন্নতি খাতুনের।

বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলটি ৪১ মিনিটে করেন শাহিদা আক্তার। মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে তিনি আরেকটু এগিয়ে যান। নেপালের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান কক্সবাজারের মেসি হিসেবে পরিচিত বাংলাদেশের এই মেয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গোলাম রব্বানী ছোটনের দল।

রাউন্ড রবিন লিগের দেখায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল মেয়েরা; শেষটাও করল তাদেরকে আবারও হতাশায় ডুবিয়ে।

গত বছর সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার সেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো হওয়া অনূর্ধ্ব-২০ বয়সীদের আসরেও বাজিমাত করল মেয়েরা।