ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে সব অপরাজনীতি ও বাধা প্রতিহত করবে আ.লীগ: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি করুক না কেন আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যেদেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার, তাই করছে। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই- ২০০৬/০৭ কিংবা ১/১১’র মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের গণতন্ত্র যেভাবে চলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।
এ সময় বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি; জনসম্মতি নিয়ে কোনো আন্দোলন করতে পারেনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ-ফরমায়েশ আমরা গ্রহণ করব না।

সাম্প্রতিক সময়ে ঘটা অগ্নি দুর্ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন। এটা তদন্ত করা হচ্ছে- আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা- সেটাই এখন দেখার বিষয়।

এ সময় অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন নিয়ে সব অপরাজনীতি ও বাধা প্রতিহত করবে আ.লীগ: কাদের

আপডেট সময় : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি করুক না কেন আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যেদেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার, তাই করছে। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই- ২০০৬/০৭ কিংবা ১/১১’র মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের গণতন্ত্র যেভাবে চলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।
এ সময় বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি; জনসম্মতি নিয়ে কোনো আন্দোলন করতে পারেনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ-ফরমায়েশ আমরা গ্রহণ করব না।

সাম্প্রতিক সময়ে ঘটা অগ্নি দুর্ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন। এটা তদন্ত করা হচ্ছে- আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা- সেটাই এখন দেখার বিষয়।

এ সময় অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।