ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেবে বিএনপি: আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) নির্বাচনে আসা উচিত। তারা যদি নির্বাচন বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার। প্রতিবন্ধকতা বা যাই করছে, আশা করি তারা নির্বাচনে আসবে।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জ এর উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসবেন, তাদের বলতে চাই এটা বাংলাদেশে সম্ভব নয়। দেশের জনগণ চায় নির্বাচনে মাধ্যমেই ক্ষমতায় আসুক। কাজেই নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব না।’

বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, (তারা (বিএনপি) প্রত্যেকটা জেলা, বিভাগে বিশাল বিশাল সভা করছে। এখন আবার পথযাত্রা শুরু করেছে মানুষের রাস্তাঘাট বন্ধ করে। আমরা তাদের কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছি না।’

অনুষ্ঠানে করোনার সময় পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, করোনার সময় প্রিয় মানুষটিকে আত্মীয়-স্বজনরা হাসপাতালে ফেলে চলে গিয়েছেন। তাকে দেখার জন্য আসেনি। তখন পুলিশ জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকেছে। সে কারণে অনেক পুলিশ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবুও পুলিশ তাদের পাশে থেকেছে। এছাড়া পুলিশ জীবন বাজি রেখে জঙ্গি, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস দমন করেছে। সেজন্য আজকের পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে। পুলিশ জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে অংশ নেবে বিএনপি: আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) নির্বাচনে আসা উচিত। তারা যদি নির্বাচন বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার। প্রতিবন্ধকতা বা যাই করছে, আশা করি তারা নির্বাচনে আসবে।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জ এর উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসবেন, তাদের বলতে চাই এটা বাংলাদেশে সম্ভব নয়। দেশের জনগণ চায় নির্বাচনে মাধ্যমেই ক্ষমতায় আসুক। কাজেই নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব না।’

বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, (তারা (বিএনপি) প্রত্যেকটা জেলা, বিভাগে বিশাল বিশাল সভা করছে। এখন আবার পথযাত্রা শুরু করেছে মানুষের রাস্তাঘাট বন্ধ করে। আমরা তাদের কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছি না।’

অনুষ্ঠানে করোনার সময় পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, করোনার সময় প্রিয় মানুষটিকে আত্মীয়-স্বজনরা হাসপাতালে ফেলে চলে গিয়েছেন। তাকে দেখার জন্য আসেনি। তখন পুলিশ জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকেছে। সে কারণে অনেক পুলিশ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবুও পুলিশ তাদের পাশে থেকেছে। এছাড়া পুলিশ জীবন বাজি রেখে জঙ্গি, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস দমন করেছে। সেজন্য আজকের পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে। পুলিশ জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।