নারায়ণগঞ্জের কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

- আপডেট সময় : ০১:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেমিক্যাল কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১ টা ৩৫ মিনিটে উপজেলার দুপতারার এইচপি কেমিক্যাল কারখানার গুদামে আগুন লাগে। প্রথমে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ৭টি ইউনিট। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। মোট ১১টি ইউনিট কাজ করে ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় নান্নু স্পিনিং মিলের আগুনও নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১টা ৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে মিলটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধারাবাহিকভাবে নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১টা ৭ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।