নাটোরে ৪ পর্নোগ্রাফি বিক্রেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ার দুটি এলাকায় অভিযান চালিয়ে রাজিব হোসেন (২৮), জিয়াউর রহমান (৩৯), জাহাঙ্গীর আলম (২৮) ও উজ্জল হোসেন (২৪) নামে ৪ পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর ও বাজিতপুর বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ৪ জন পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকেগোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার বাজিতপুর ও লোকমানপুর বাজারে অভিযান চালায়। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার অপরাধে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় ৪টি সিপিইউ,৭টি হার্ডডিক্স ,৪টি মনিটর , ৩টি কি-বোর্ড ,৩ টি মাউস ও – ৮টি কম্পিউটার ক্যাবলজব্দ করা হয়। গেপ্তারকৃত রাজিব হোসেন লালপুর উপজেলার কামারহাটি তেনাচুড়া গ্রামের ইনছার আলীর ছেলে , জিয়াউর রহমান বাগাতিপাড়া উপজেলার পুর্বস্বরাপপুর গ্রামের আইউব আলীর ছেলে, জাহাঙ্গীর আলম ও উজ্জল হোসেন একই উপজেলার বাজিতপুর গ্রামের জয়নাল আবেদিন এবং রুস্তম আলীর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন”২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তারা।