ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৪১ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও মর্যাদাহানিকর বক্তব্যের প্রতিবাদে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবার (২৫ মে) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ইউনিটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন। সংসদ সদস্যের এমন ৪১ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জেলা, উপজেলার সাংবাদিকরা তার এ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ওই বক্তব্যে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি যখন সাংবাদিক হিসেবে একজনের নাম আমার আইনশৃঙ্খলা মিটিংয়ে দিতে চাই। আমি এক সাইফুল ভাই ছাড়া অন্য একজনকেও দেখতে পাই না। যাদের মধ্য দুনীতি নেই। যারা দুনীতির বাইরে আছে। প্রকৃত সাংবাদিক আছে একজনকেও দেখতে পাই না। এটা আমার ব্যর্থতা। হয়বা আপনারা বলতে পারেন আপনি দেখেন না বা আমি অন্ধ।

তিনি আরও বলেন, আপেক্ষিকভাবে সবাই তো মানুষ সৎ হয় না। আপেক্ষিকভাবে একজনকে ভালো বেশি মনে হয়। তার বয়স হয়েছে। উত্তম উপলব্ধির অভাব সৃষ্টি হয়েছে। সেজন্য আমি আপনাদের নতুন প্রজন্মের কাছে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ায় স্মার্ট সাংবাদিকতা চেয়ে শুভ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও মর্যাদাহানিকর বক্তব্যের প্রতিবাদে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবার (২৫ মে) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ইউনিটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন। সংসদ সদস্যের এমন ৪১ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জেলা, উপজেলার সাংবাদিকরা তার এ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ওই বক্তব্যে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি যখন সাংবাদিক হিসেবে একজনের নাম আমার আইনশৃঙ্খলা মিটিংয়ে দিতে চাই। আমি এক সাইফুল ভাই ছাড়া অন্য একজনকেও দেখতে পাই না। যাদের মধ্য দুনীতি নেই। যারা দুনীতির বাইরে আছে। প্রকৃত সাংবাদিক আছে একজনকেও দেখতে পাই না। এটা আমার ব্যর্থতা। হয়বা আপনারা বলতে পারেন আপনি দেখেন না বা আমি অন্ধ।

তিনি আরও বলেন, আপেক্ষিকভাবে সবাই তো মানুষ সৎ হয় না। আপেক্ষিকভাবে একজনকে ভালো বেশি মনে হয়। তার বয়স হয়েছে। উত্তম উপলব্ধির অভাব সৃষ্টি হয়েছে। সেজন্য আমি আপনাদের নতুন প্রজন্মের কাছে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ায় স্মার্ট সাংবাদিকতা চেয়ে শুভ কামনা করছি।