ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে মীর্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোরে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বিশ্বাস ভঙ্গকারী, আইন অমান্যকারী, কুটুক্তিবারী, রাষ্ট্রবিরোধী, মিথ্যা তথ্য প্রচারকারী এবং সন্ত্রাসীদের মদদদাতা। তারা নিয়মিতভাবে স্বভাবজাত কর্মকান্ড করে এবং তা প্রচার মাধ্যমে প্রচার করে। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় ১নং আসামি রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ঘোষনা দিয়ে বলেন, আর ২৭ দফা, ১০ দফা নাই।
এখন ১ দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করাতে যা যা করা দরকার আমরা তা করবো। এক নম্বর আসামি আবু সাঈদ চাঁদ ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আক্রমনাক্তকভাবে ভীতি প্রদর্শনমুলক হুমকি বিভিন্ন ওয়েব সাইটে ও ডিজিটাল প্রচার মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়াও এই ঘটনায় নাটোর সহ সারা দেশে অস্থিরতা বিরাজ করছে।

আসামীদের সন্ত্রাসী বাহিনীর সমন্ময়ে যেকোন সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ওপর প্রাণঘাতি হামলা চালাইতে পারে। এজন্য দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। এর আগে বিএনপি নেতা কতৃক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

নাটোরসহ দেশের বিভিন্নস্থানে প্রচার-প্রকাশ ও সম্প্রচারের ফলে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপির নেতারা ক্ষমতার লোভে যেকোনো ঘটনা ঘটাতে পারেন। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি জড়িত ছিল। তারা সুযোগ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড় দেবে এমনটা ভাবা ঠিক না। তাই মির্জা ফখরুলসহ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মামলা দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ দুপুরে বলেন, গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মীর্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোরে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বিশ্বাস ভঙ্গকারী, আইন অমান্যকারী, কুটুক্তিবারী, রাষ্ট্রবিরোধী, মিথ্যা তথ্য প্রচারকারী এবং সন্ত্রাসীদের মদদদাতা। তারা নিয়মিতভাবে স্বভাবজাত কর্মকান্ড করে এবং তা প্রচার মাধ্যমে প্রচার করে। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় ১নং আসামি রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ঘোষনা দিয়ে বলেন, আর ২৭ দফা, ১০ দফা নাই।
এখন ১ দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করাতে যা যা করা দরকার আমরা তা করবো। এক নম্বর আসামি আবু সাঈদ চাঁদ ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আক্রমনাক্তকভাবে ভীতি প্রদর্শনমুলক হুমকি বিভিন্ন ওয়েব সাইটে ও ডিজিটাল প্রচার মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়াও এই ঘটনায় নাটোর সহ সারা দেশে অস্থিরতা বিরাজ করছে।

আসামীদের সন্ত্রাসী বাহিনীর সমন্ময়ে যেকোন সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ওপর প্রাণঘাতি হামলা চালাইতে পারে। এজন্য দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। এর আগে বিএনপি নেতা কতৃক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

নাটোরসহ দেশের বিভিন্নস্থানে প্রচার-প্রকাশ ও সম্প্রচারের ফলে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপির নেতারা ক্ষমতার লোভে যেকোনো ঘটনা ঘটাতে পারেন। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি জড়িত ছিল। তারা সুযোগ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড় দেবে এমনটা ভাবা ঠিক না। তাই মির্জা ফখরুলসহ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মামলা দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ দুপুরে বলেন, গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।