নাটোরে বিদেশি পিস্তুল-গুলিসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
গ্রেফতার আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, আব্বাস আলী রাজশাহী থেকে ঢাকাগামী এক বাসে অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি আঁচল পরিবহনে তল্লাশি করেন। এসময় আব্বাস আলী নামে এক যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করেন। তাকে গ্রেফতারের পর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।