ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে নাশকতার দুই মামলায় বিএনপির ১১ নেতাকর্মী জেলহাজতে

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

নাটোরে নাশকতার দুই মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, বাগাতিপাড়া উপজেলার হারুনূর রশিদ, আবু রায়হান, মোশারফ হোসেন, নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান এবং লালপুর উপজেলার নজরুল ইসলাম মোলাম, আবেদ আলী মণ্ডল, মেহেদী হাসান আরিফ, গিয়াস উদ্দিন ও লুৎফর রহমান।

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালে নাশকতা করার প্রস্তুতি নেন। এসময় রাত সোয়া ১২টায় বাগাতিপাড়ার বিহারকোল এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হয়। এতে পুলিশ অভিযান চালিয়ে চার মজনকে ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও ৪টি পেট্রল বোমাসহ আটক করেন। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক এ জে মিন্টু ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

অন্যদিকে একই দিন ২৯ অক্টোবর ভোরে লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। আজ বৃহস্পতিবার দুটি মামলার ১১ জন অভিযুক্ত আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে নাশকতার দুই মামলায় বিএনপির ১১ নেতাকর্মী জেলহাজতে

আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

নাটোরে নাশকতার দুই মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, বাগাতিপাড়া উপজেলার হারুনূর রশিদ, আবু রায়হান, মোশারফ হোসেন, নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান এবং লালপুর উপজেলার নজরুল ইসলাম মোলাম, আবেদ আলী মণ্ডল, মেহেদী হাসান আরিফ, গিয়াস উদ্দিন ও লুৎফর রহমান।

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালে নাশকতা করার প্রস্তুতি নেন। এসময় রাত সোয়া ১২টায় বাগাতিপাড়ার বিহারকোল এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হয়। এতে পুলিশ অভিযান চালিয়ে চার মজনকে ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও ৪টি পেট্রল বোমাসহ আটক করেন। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক এ জে মিন্টু ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

অন্যদিকে একই দিন ২৯ অক্টোবর ভোরে লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। আজ বৃহস্পতিবার দুটি মামলার ১১ জন অভিযুক্ত আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।