নাটোরে ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
নাটোরে আগুনে পুড়ে দুধজান বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় ৬টি বাড়ির ১২টি ঘর আগুনে পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ মার্চ) দুপুরে নাটোর সদর উপজেলার পাইকৈরদোল পূর্বপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুধজান বেওয়া (৯০) একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।
দুপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভূঁইয়া প্রমুখ।
নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, রোববার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ইয়ার আলী, সিরাজুল, রবিউল, নজরুল ও রুবেলের বাড়িতে। এসময় ৬টি বাড়ির ১২টি ঘর পুড়ে ছাই হয়। এসময় ঘরের ভেতরের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, এসময় ঘরের ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।