সংবাদ শিরোনাম ::
নাটোরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
মেহেরুল ইসলাম মোহন, নাটোর প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
নাটোরের তেবারিয়া হাট এলাকায় ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই এই বৃদ্ধ এলাকায় ঘোরাফেরা করছিল। অনেক সময় মানুষজনের কাছ থেকে খাবার চেয়ে খেতো তিনি। রবিবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা ব্রীজের নিচে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।