নাচোলে বাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু, আহত ৩
- আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের বকুলের ছেলে আকাশ (২২)।
আহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দিটোলা দ্বারিয়াপুরের জাকারিয়ার ছেলে মাহফুজ (১৭)। নয়ন (২৫) ও নাজিম (২৫)। তাৎক্ষণিক এ দুজনের পিতার নাম পাওয়া যায়নি।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ৯ জুন (শুক্রবার) বিকেল ৫ টার দিকে ২ টি মোটরসাইকেলে ৪ জন আরোহী গোরবাতলা হতে গোমস্তাপুর যাবার পথে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর মোড়ে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে আকাশ নিহত হয়।
এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস, নাচোল থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।