নাচোলে আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে ফলের চারা ও সবজি বীজ প্রদান
- আপডেট সময় : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ এর উপকারভোগী পরিবারের সদস্যদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ফলের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগী আশ্রয়ন প্রকল্পের ৬’শ সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা ও সবজি বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও কৃষি উপসহকারী কর্মকর্তা রাকিবুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমোনা শারমীন বলেন, প্রকল্পের বাসিন্দাদের আঙিনায় ও বাড়ির আশেপাশে সবজি চাষে উদ্বুদ্ধ করতে উন্নত জাতের লাউ, কুমড়া, ঢেঁড়স, পুঁইশাক এর বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোকে কৃষি ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তিক আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত উপকার ভোগী পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিতের লক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের রবি মৌসুমে শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির নিমিত্তে বিনামূল্যে ফলের চারা ও বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে।