ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নওগাঁ প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে

নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।

পুলিশ বলছে, ট্রাকটির ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ট্রাকটির মালিকের নাম ওয়াজেদ আলী। তিনি সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। ওয়াজেদ আলী নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। রাত ৮টার দিকে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ট্রাকটির খুব বেশি ক্ষতি না হলেও চালকের বসার স্থানসহ ভিতরের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।

ট্রাকের মালিক ওয়াজেদ আলী বলেন, সারাদিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। রাত ৮টার দিকে কে বা কারা দাঁড় করিয়ে রাখা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন ট্রাকের সামনে ভিতরে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। চালক-হেলপারের চেয়ারসহ ভিতরে অনেক কিছু পুড়ে গেছে।

আগুন কিভাবে লেগেছে সেটি নিশ্চিত না হওয়ায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সান বিন আহসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন লাগার এই ঘটনা ঘটতে পারে। ট্রাকটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু চালকের বসার স্থানে সামান্য পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আপডেট সময় : ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।

পুলিশ বলছে, ট্রাকটির ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ট্রাকটির মালিকের নাম ওয়াজেদ আলী। তিনি সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। ওয়াজেদ আলী নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। রাত ৮টার দিকে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ট্রাকটির খুব বেশি ক্ষতি না হলেও চালকের বসার স্থানসহ ভিতরের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।

ট্রাকের মালিক ওয়াজেদ আলী বলেন, সারাদিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। রাত ৮টার দিকে কে বা কারা দাঁড় করিয়ে রাখা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন ট্রাকের সামনে ভিতরে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। চালক-হেলপারের চেয়ারসহ ভিতরে অনেক কিছু পুড়ে গেছে।

আগুন কিভাবে লেগেছে সেটি নিশ্চিত না হওয়ায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সান বিন আহসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন লাগার এই ঘটনা ঘটতে পারে। ট্রাকটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু চালকের বসার স্থানে সামান্য পুড়ে গেছে।