ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ত্রাসের রাজত্ব চলছে: কৃষক দল

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেপ্তার এবং নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশে এখন ত্রাসের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছে কৃষক দল।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমন মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন আরও প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত হচ্ছে।

‘জাতীয়তাবাদী কৃষকদল-খুলনা মহানগর শাখার আহবায়ক আখতারুজ্জামান সজীব তালুকদার এবং ফুলতলা উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম সরদার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে ত্রাসের রাজত্ব চলছে: কৃষক দল

আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেপ্তার এবং নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশে এখন ত্রাসের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছে কৃষক দল।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমন মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন আরও প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত হচ্ছে।

‘জাতীয়তাবাদী কৃষকদল-খুলনা মহানগর শাখার আহবায়ক আখতারুজ্জামান সজীব তালুকদার এবং ফুলতলা উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম সরদার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।