সংবাদ শিরোনাম ::
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
আজ থেকে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজার অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২০ মার্চ) দুপুর ১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় এই ঘাঁটির উদ্বোধন করবেন।
এ উপলক্ষে কক্সবাজারের পেকুয়ার সাবমেরিন ঘাঁটি এলাকাটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। ইতোমধ্যেই দেশের ইতিহাসে প্রথম এই সাবমেরিন ঘাঁটিতে বেশ কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে সাবমেরিন যুগে প্রবেশের পর কর্ণফুলী নদীর ঈশা খা নৌঘাঁটিতে রাখা হতো বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের সাবমেরিন দুটি।
কিন্তু সাবমেরিনের নিরাপত্তা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থেই বিশেষায়িত ঘাঁটির প্রয়োজন। সেই জায়গা থেকে প্রায় ৭শ’ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা।