ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘দুর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আর্থিক সংকটে বিদ্যুৎ খাত’

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

ভুলনীতি দুর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাত বড় আর্থিক সংকটে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। সংগঠনটির নেতারা বলছেন, দেশপ্রেমিক বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, ভুলনীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাতে বড় আর্থিক সংকটে তৈরি হয়েছে। এরপরও দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে।

বুধবার (০১ মার্চ) বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীতি ও দুর্নীতির দায় সাধারণ জনগণের কাছে চাপানো হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে দরিদ্র (লাইফ লাইন) গ্রাহকসহ কৃষি, ক্ষুদ্র শিল্প সর্বত্র বিদ্যুতের দাম বাড়লে মাসের খরচ, উৎপাদন খরচসহ সর্বত্র এর প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের চাপ বাড়াবে। সাধারণ মানুষকে কম খেয়ে বেঁচে থাকতে হবে। অথচ দুর্নীতির লাগাম টানতে পারলে, পাচারের টাকা উদ্ধার করতে পারলে সংকট কমত।

বিবৃতিতে আরও বলা হয়, ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় প্রভৃতি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে আবারো বিদ্যুতের দাম বাড়ানো মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে দাম বাড়ানো ও যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘দুর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আর্থিক সংকটে বিদ্যুৎ খাত’

আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

ভুলনীতি দুর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাত বড় আর্থিক সংকটে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। সংগঠনটির নেতারা বলছেন, দেশপ্রেমিক বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, ভুলনীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাতে বড় আর্থিক সংকটে তৈরি হয়েছে। এরপরও দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে।

বুধবার (০১ মার্চ) বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীতি ও দুর্নীতির দায় সাধারণ জনগণের কাছে চাপানো হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে দরিদ্র (লাইফ লাইন) গ্রাহকসহ কৃষি, ক্ষুদ্র শিল্প সর্বত্র বিদ্যুতের দাম বাড়লে মাসের খরচ, উৎপাদন খরচসহ সর্বত্র এর প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের চাপ বাড়াবে। সাধারণ মানুষকে কম খেয়ে বেঁচে থাকতে হবে। অথচ দুর্নীতির লাগাম টানতে পারলে, পাচারের টাকা উদ্ধার করতে পারলে সংকট কমত।

বিবৃতিতে আরও বলা হয়, ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় প্রভৃতি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে আবারো বিদ্যুতের দাম বাড়ানো মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে দাম বাড়ানো ও যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।