দুর্গাপুরে সুদ কারবারিদের চাপে কৃষকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে সুদের টাকার চাপে মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রেন্টু পাইক (৪৮) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার শ্যামপুর গ্রামের ফয়েজ পাইক এর ছেলে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, কৃষক রেন্টু পাইক এলাকার কিছু সুদ কারবারিদের কাছ থেকে সুদের উপরে সাদা স্ট্যাম্পে সই করে ও ফাঁকা চেক দিয়ে কয়েক লাখ টাকা নিয়েছিল। সেই স্ট্যাম্পে ও চেকে কৌশলে টাকার পরিমাণ বাড়িয়ে সুদকারবারিরা পরে সেই সুদের টাকার জন্য প্রতিনিয়ত চাপ ও হুমকি ধামকি দিয়ে আসছিলো তারা।
কিছুদিন আগে সেই সুদের টাকার জন্য কিছু জমি ও বিক্রি করেন রেন্টু পাইক। তারপরও সুদের টাকাগুলো পরিশোধ না হওয়াতে এক সময় এ চাপ সহ্য না করতে পেরে রেন্টু পাইক নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের প্রতিবেশী ফারুক জানান, সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করায় রেন্ট পাইক যন্ত্রণায় আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন,শ্যামপুরে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুলিশ ঘটানা স্থল পরিদর্শনে গেছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।