সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ।
জানা গেছে, বুধবার (১৯ এপ্রিল) পানানগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চেক জালিয়াতির একটি মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি ছিল কহিদুল। পরে সেই মামলায় বিজ্ঞ আদালত কহিদুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড ও অনাদয়ে ৫ লাখ টাকা অর্থদন্ডাদেশ দেন। আদালতের রায় ঘোষনার পর থেকেই পালাতক ছিলো আওয়ামী লীগ নেতা কহিদুল।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।