দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সিরাজুল হককে দল থেকে বহিস্কার

- আপডেট সময় : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হক-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষিয়টি নিশ্চিৎ হওয়া গেছে।
এদিকে বিএনপি রাজশাহী জেলা শাখা সুত্র থেকে জানা যায় সিরাজুল হক চলতি বছরের আগামী ৯মার্চ রাজশাহীর কাটাখালী পৌর নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়াও তিনি গত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে গত বছরের ৬মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাইছার মেমোরিয়াল হাসপাতালে শিক্ষক সমাজের সাথে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় দলীয় শৃংখলা ভঙ্গ করে যোগদেন এবং তাঁর পক্ষে বক্তব্য রাখেন। এ সকল কারনেই তাঁকে দলের সমস্ত পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান জেলা বিএনপি’র একাধিক নেতৃবৃন্দ।