দলীয় নেতাদের সঙ্গে বসছেন ইমরান খান

- আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
সরকারের সঙ্গে আলোচনাকারী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী দুদিনের মধ্যেই এই বৈঠক হতে পারে।
পিটিআই এবং সরকারের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পিটিআই নেতা আইয়ুব রোববার (১২ জানুয়ারি) সকালে স্পিকার সাদিককে একটি বার্তা পাঠিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
প্রতিক্রিয়ায় স্পিকার পিটিআইয়ের আলোচনাকারী কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠার বৈঠকের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছেন।
যদিও সাদিক স্পষ্ট করেছেন ইমরান খানের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা তার দায়িত্ব নয়, তবে তিনি উভয় পক্ষের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা কখনও আমার দায়িত্ব ছিল না এবং এখনও নেই। তবে আলোচনাকারী কমিটি যাতে তার সঙ্গে দেখা করে তা নিশ্চিত করার চেষ্টা করব।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং সম্ভবত আগামী দুদিনের মধ্যে পিটিআইয়ের আলোচনাকারী দল ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবে। পিটিআই প্রতিনিধি দল বৈঠকের পর তাদের লিখিত দাবিগুলো উপস্থাপন করার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, সরকার ও পিটিআই নেতাকর্মীদের মধ্যে এর আগে দুই দফা আলোচনা হয়েছে। আগামী বুধবার (১৫ জানুয়ারি) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।