ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

থানায় হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ১৫

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ২১ বার পড়া হয়েছে

আসামি গ্রেফতার করায় ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। রোববার রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতার আসামিকে ছিনিয়ে নিতে কয়েক’শ লোকজন থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

প্রায় আধাঘণ্টা ধরে চলে হামলা পালটা হামলা। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুস সালামের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মামলায় ১৫ আসামি গ্রেফতার হলেও বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

থানায় হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ১৫

আপডেট সময় : ১১:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

আসামি গ্রেফতার করায় ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। রোববার রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতার আসামিকে ছিনিয়ে নিতে কয়েক’শ লোকজন থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

প্রায় আধাঘণ্টা ধরে চলে হামলা পালটা হামলা। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুস সালামের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মামলায় ১৫ আসামি গ্রেফতার হলেও বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।