ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করতে সাইকেল র‍্যালি

ময়মনসিংহ প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

‘বাংলা ভাষা মোদের প্রাণ, শুদ্ধ চর্চায় রাখবো মান’- স্লোগান কে সামনে নিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী প্রজন্মের মাঝে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে, বাংলা ভাষা ব্যবহারে উদ্বুদ্ধকরণে সচেতন করতে সাইকেল র‍্যালি ‘চেতনায় একুশ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ফেব্রুয়ারি) ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে ও উপজেলা প্রশাসনেট সার্বিক সহযোগিতায় ত্রিশাল সরকারী নজরুল কলেজ মাঠে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ। ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০০ ভাষাপ্রেমী সাইকেলিস্ট এই র‍্যালিতে অংশগ্রহণ করে।

এ সময় সাইকেল র‍্যালি পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল আহমেদ সহকারী কমিশনার (ভূমি), জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।

ত্রিশাল হেল্পলাইনের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ত্রিশাল হেল্পলাইনের সাবেক সভাপতি খাইরুল ইসলাম,ত্রিশাল হেল্পলাইনের কার্যনির্বাহী পরিষদ সদস্য, ইউনিয়ন সমন্নয়ক, সহ-সমন্বয়ক, ত্রিশাল হেল্পলাইনের বিভিন্ন ইউনিয়ন শাখার সদস্য এবং ত্রিশালের ভাষাপ্রেমী সুধীমহল।

এসময় ইউএনও জুয়েল আহমেদ বলেন, ‘বাংলা ভাষার জন্য জীবন দান করে আমরা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি। আমাদের অবহেলার কারণে সেই ভাষা আজ বিভিন্নভাবে কলুষিত হতে বসেছে। আমাদের নতুন প্রজন্মের অনেকে প্রমিত বাংলায় কথা বলতে পারে না। সেই বোধ থেকে একুশে পরিষদ এ বছর স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে। এছাড়া সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সারাদেশের মানুষ জানতে পারবে আমাদের দাবির কথা। এতে মানুষের মধ্যে একটু সচেতনতা সৃষ্টি হলেই আমরা সার্থক।’

উদ্বোধন শেষে সরকারী নজরুল কলেজ মাঠ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩ শতাধিক সাইকেলিস্টদের নিয়ে সাইকেল র‌্যালী শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রিশালে নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করতে সাইকেল র‍্যালি

আপডেট সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

‘বাংলা ভাষা মোদের প্রাণ, শুদ্ধ চর্চায় রাখবো মান’- স্লোগান কে সামনে নিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী প্রজন্মের মাঝে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে, বাংলা ভাষা ব্যবহারে উদ্বুদ্ধকরণে সচেতন করতে সাইকেল র‍্যালি ‘চেতনায় একুশ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ফেব্রুয়ারি) ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে ও উপজেলা প্রশাসনেট সার্বিক সহযোগিতায় ত্রিশাল সরকারী নজরুল কলেজ মাঠে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ। ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০০ ভাষাপ্রেমী সাইকেলিস্ট এই র‍্যালিতে অংশগ্রহণ করে।

এ সময় সাইকেল র‍্যালি পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল আহমেদ সহকারী কমিশনার (ভূমি), জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।

ত্রিশাল হেল্পলাইনের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ত্রিশাল হেল্পলাইনের সাবেক সভাপতি খাইরুল ইসলাম,ত্রিশাল হেল্পলাইনের কার্যনির্বাহী পরিষদ সদস্য, ইউনিয়ন সমন্নয়ক, সহ-সমন্বয়ক, ত্রিশাল হেল্পলাইনের বিভিন্ন ইউনিয়ন শাখার সদস্য এবং ত্রিশালের ভাষাপ্রেমী সুধীমহল।

এসময় ইউএনও জুয়েল আহমেদ বলেন, ‘বাংলা ভাষার জন্য জীবন দান করে আমরা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি। আমাদের অবহেলার কারণে সেই ভাষা আজ বিভিন্নভাবে কলুষিত হতে বসেছে। আমাদের নতুন প্রজন্মের অনেকে প্রমিত বাংলায় কথা বলতে পারে না। সেই বোধ থেকে একুশে পরিষদ এ বছর স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে। এছাড়া সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সারাদেশের মানুষ জানতে পারবে আমাদের দাবির কথা। এতে মানুষের মধ্যে একটু সচেতনতা সৃষ্টি হলেই আমরা সার্থক।’

উদ্বোধন শেষে সরকারী নজরুল কলেজ মাঠ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩ শতাধিক সাইকেলিস্টদের নিয়ে সাইকেল র‌্যালী শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।