ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তাপবৃদ্ধি-ধূলিঝড়ের শঙ্কা: হজযাত্রীদের প্রস্তুত থাকার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজের মৌসুমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। এছাড়া এই সময় ধূলিঝড় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সৌদির সরকারি সংস্থাটি। এ বিষয়ে আগে থেকে প্রস্তুত থাকার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ গড় ৪৩.৬ এবং মদিনায় গড় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তারা হজযাত্রীদের অপেক্ষাকৃত আরও গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

এছাড়া এনসিএম জানিয়েছে, রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা মক্কায় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে৷

প্রচণ্ড তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড় হতে পারে। একইভাবে মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধূলিঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে।

হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব।

সৌদির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে যে, তারা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ আরও চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও তথ্য সরবরাহ করবে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাপবৃদ্ধি-ধূলিঝড়ের শঙ্কা: হজযাত্রীদের প্রস্তুত থাকার আহ্বান সৌদির

আপডেট সময় : ০৭:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজের মৌসুমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। এছাড়া এই সময় ধূলিঝড় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সৌদির সরকারি সংস্থাটি। এ বিষয়ে আগে থেকে প্রস্তুত থাকার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ গড় ৪৩.৬ এবং মদিনায় গড় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তারা হজযাত্রীদের অপেক্ষাকৃত আরও গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

এছাড়া এনসিএম জানিয়েছে, রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা মক্কায় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে৷

প্রচণ্ড তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড় হতে পারে। একইভাবে মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধূলিঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে।

হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব।

সৌদির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে যে, তারা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ আরও চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও তথ্য সরবরাহ করবে।

সূত্র: গালফ নিউজ