তানোরে বিষপানে গৃহবধুর আত্নহত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরে বিষপানে আত্নহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধুর নাম শহিদা বেগম (২৬)। সে কোয়েলহাট গ্রামের সৈয়দ আলীর বড় কন্যা।
রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে স্বামী বাড়ি কামারগাঁ গ্রামে। এঘটনায় মৃতের মা রাজিয়া সুলতানা বাদি হয়ে জামাই কাঁমারগাঁ গ্রামের আব্দুল হাকিম আলীর পুত্র মুস্তফা কামাল মিলন (৩৫) কে আসামী করে তানোর থানায় আত্নহত্যা প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে প্রেরণ করেছেন। অপরদিকে স্বামী মিলনকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেননি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এবিষয়ে তদন্ত চলছে, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, থানায় একটি আত্নহত্যা প্ররোচনার মামলা করা হয়েছে, আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।