তানোরে প্রতিবেশীর মারপিটে আহত গৃহবধু, ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ
- আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলা প্রকাশ নগর গুচ্ছো গ্রামে প্রতিবেশীদের হামলা ও মারপিটে গুরুতর আহত হয়ে ১০ দিন থেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক গৃহবধু।
এঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ফলে, পুলিশের ভুমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। অপর দিকে আসামীদের অব্যহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায ভুগছেন ওই গৃহবধু ও তার স্বামী।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০ মার্চ সকাল ৮ টার দিকে প্রকাশ নগর গুচ্ছো গ্রামের ওয়াসিমের স্ত্রী নাহারিনা রিনা (২২) রান্না করার সময় চুলার ধোঁয়া পার্শ্বের বাড়িতে যায়।
এসময় প্রতিবেশী মৃত তছিরের পুত্র শাহিন (৩৫), তার স্ত্রী শাহিনারা (৩০), একই গ্রামের সামেদের স্ত্রী নাসিমা (৪৫), পুত্র নাসিম (২৪) ও কন্যা সুবর্না (২০) লাঠি সোটা, দা হাসুয়া নিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আহত করেন।
এসময় অন্য প্রতিবেশীরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদি হয়ে গত ২৫ মার্চ ৫ জনকে আসামী করে তানোর থানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউলকে দায়িত্ব দেয়া হয়েছে।
এবিষয়ে যোগাযোগের জন্য মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।